কবি যখন ছাগল (নষ্ট ক্যাপাচিটার)

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ৩০ জানুয়ারি, ২০১৫, ০৬:১১:৩৯ সন্ধ্যা

প্রায় কবি সাহিত্যিকরা আসলে ছাগল প্রজাতির.......

অল অফ হিডেন,

একজন কবি কি করেই বা সুন্দর একজন রমণীর মাথার কাঁলো কেশ দেখে তার গুন রুপ যৌবনের চালচিত্রের সব কিছুই সুন্দর ভাষা দিয়ে তুলে ধরার চেষ্টা করে।

...আবার কিন্তুু শ্লীলতা-অশ্লীলতার মনোমুগ্ধকর পার্থক্য দেখিয়ে দিতেও পারেনা এবং কোনদিনও পারবেনা।

..কবিরা যখন একজন অপরুপ লীলাবতীর মাথার চুলের দিকে তাকিয়ে চুলের গুনগান নিয়ে লিখতে থাকে... আস্তে আস্তে শুধু মাথার চুলেই নয় গায়ের সবকটি লোমেরও ফাইবার জোন দিয়ে হিসেব কষতে থাকে।

...আবার অপরদিকে কিন্তুুও থেমে নেই গাছ,পাখি,পুকুরের মত অপরুপ সৌন্দর্যময়ের গুনগানটুকুও,ফুটিয়ে উঠে আবার তাদের হাতের কি-বোর্ডের চাপে মহা চাকচিক্য।

পৃথিবীতে যেমন পর্ণ পড়ার পাঠক আছে, তেমনি আছে সৌন্দর্যময় দৃশ্য কাহিনী চিত্র পড়ার মানুষও।

কবি তাদের অশ্লীলতার স্বরুপ কবিতা বা চটি লিখতে পারেন , সমস্যা কোথায় তাদের? মুক্তমনা ভাবে সবাই চলতে চায়.... চলুক তাতে,

যদি আমরা সবাই সচেতন হয়ে যাই তাহলে কিন্তুু চটি লেখকদের নিয়ে সমালোচনা করার প্রশ্নেই ওঠে না।

আমরা এটাও জানি তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, সহ নানা ধরনের চটিবাজ লেখক কিন্তুু তাদের সুদর্শন অহেতুক লিখনি দিয়ে হয়ে উঠেছে একজন লেখক।

দু কলম লিখুনি আর অশ্লীলতার লেখক আদিকাল থেকে বিশ্বে হাজার হাজার ছিলো এবং ক্রমে ক্রমে আসতেছে।

কিন্তুু তারা পরিষেশে হয়ে কু-সংস্কর, বিকৃত, ও চরনের পাদুকার ঘৃর্ণিত ব্যাক্তি।

প্রত্যেক শিল্পী চায় তার হাতের তৈরী শিল্পটা একটু সূ-নামের সহিত মানুষের দাড়প্রান্তে চলে আসুক।

সেটি শ্লীলতাই হোক বা অশ্লীলতাই হোক।

...একজন অশ্লীলতার মন মাধুর্যযুক্ত কবি যখন অশ্লীলতা নিয়ে লেখে নিজেকে বড় বলে প্রমানিত করেন। তখন কিন্তুু ডান পন্হি কবিরাও একটু হলেও মনের মাঝে সংকোচিত এনে মুখ ফিরিয়ে নিয়ে যায় চোখ লজ্জার আড়ালে।

সাইয়্যেদ জামিলের কবিতায় প্রকাশ পেয়েছে অশ্লীলতার ছোঁয়া, কিন্তুু সেই কবিকেই যখন কোন অস্কার দেওয়া হয় তখন অন্য কবিদের মন অমানুষিকতা কোথায় গিয়ে দাড়াবে...??

সাইয়্যেদ জামিলের কবিতা পড়ে নাকি পাওয়া যাবে বাল্যকাল থেকে যৌবনের কিছু অমুল্য রত্ন।

..আসিফ মহিউদ্দিন সাইয়্যেদ জামিলের পক্ষ নিয়ে এবং সামজস্য করে গড়ে তুলতে বলেছিলেন...ইতি পুর্বে অনেক কবিরাই অশ্লীল ভাষার কবি ছিলেন, ঠিক বলেছেন।

...কিন্তুু অশ্লীলকর কবিতা মুসলিম রাষ্ট্রেরের মত দেশে বড় ধরনের মান দিয়ে চলা কতটা দুঃখজনক তাহা দেশের জনগনের বোধগম্যতার মুক্তমনা।

ধিক্কার জানাই ওই সব কবি সাহিত্যিকদের।

..... #নষ্ট

বিষয়: বিবিধ

১৬৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302209
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
সজল আহমেদ লিখেছেন :
সাইয়্যেদ জামিলের কবিতায় প্রকাশ পেয়েছে অশ্লীলতার ছোঁয়া, কিন্তুু সেই
কবিকেই যখন কোন অস্কার দেওয়া হয়
তখন অন্য কবিদের মন
অমানুষিকতা কোথায়
গিয়ে দাড়াবে...??

চমত্‍কার কথা বলছেন ।যৌনতা সাহিত্য থেকে বাদ দেয়া যায়না ।পার্সিবেশী শেলীদের মত কবিদের কবিতাতেও যৌনতা ছিল কিন্তু তার শব্দশৈলী ছিল সকলের কাছে গ্রহণযোগ্য ।কিন্তু আমাদের চটি জামিলের ?
হস্তমৈথুন সমগ্র
-সাইয়েদ জামিল


আমার লিঙ্গকে আমি জানি।
হা মুখ যোনি দেখলেই সে লুম্পেনের মতো খাঁড়া হয়ে যায় না।
সংযম কাকে বলে সে
জানে।
এবং সে জানে ভোদা ঠাপানোর
বর্বর পদ্ধতিগুলি।
হে রাষ্ট্রব্যবস্থা,হে পরিবার পরিকল্পনা, ভোদার সঙ্কীর্ণ
গহ্বরে সে আর সার্কাস দেখাবে না।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৯
244566
shaidur rahman siddik লিখেছেন : আপনি ঠিক বলেছেন,,,,,কি আর বলবো এদেরকে
302210
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতার নামে পর্নগ্রাফি ছাড়ার উদ্যোগ নিয়েছে পঁচা আলু।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০০
244567
shaidur rahman siddik লিখেছেন : বর্জন করুন
302237
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৪
নারী লিখেছেন : বর্তমানে তো অশ্লীনতাই খ্যাতি লাভ করে। সেই খ্যাতি হল কুখ্যাতর দিক দিয়ে বিখ্যাত। আর বিখ্যাত থেকে মানুষ সেই কুখ্যাতর দিক দিয়ে বিখ্যাত যারা তাদের নিয়েই আলোচনা হয় বেশী।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০১
244568
shaidur rahman siddik লিখেছেন : ক্রমে ক্রমে তারা হয়ে উঠে মানুষের চোখে অনেক বড়
302266
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫০
ইয়াহিয়া খান লিখেছেন : সকল কবিই ছাগল ......... কিন্তু সকল ছাগলই কবি নহে ...........
আপনাকে ধন্যবাদ +++++++++++++++
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০১
244569
shaidur rahman siddik লিখেছেন : অর্ধক এর বেশি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File